Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপারিবারিক বিবাদের জের, বাবার হাতে খুন ছেলে, কালচিনির মেচপাড়ায় নৃশংস ঘটনা
Kalchini Murder

পারিবারিক বিবাদের জের, বাবার হাতে খুন ছেলে, কালচিনির মেচপাড়ায় নৃশংস ঘটনা

কালচিনিতে বাবার হাতে খুন ছেলে

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনিতে (Kalchini) নৃশংস ঘটনা। পিতার হাতে খুন হল বছর বারো-তেরোর এক নাবালক। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে শুক্রবার গভীর রাতে রাগের মাথায় ছেলেকে আঘাত করে বসেন বাবা (District News) । গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন (Local News)।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অভিযুক্ত পিতাকে আটক করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক সমস্যাই এই মর্মান্তিক ঘটনার কারণ।

আরও পড়ুন: ‘দাগী’ প্রার্থীর আবেদন খারিজ, এসএসসিকে বার্তা সুপ্রিম কোর্টের

স্থানীয় মানুষজন এই হত্যাকাণ্ডে হতবাক। তাঁদের দাবি, অভিযুক্তের কড়া শাস্তি হওয়া উচিত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News